কুষ্টিয়া-ঈশ্বরর্দী মহাসড়কে বেপরোয়া সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়া-ঈশ্বরর্দী মহাসড়কের ৮ মাইল বহলবাড়িয়ায় বেপরোয়া সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মেহের নিগার নামে এক প্রসুতি নারী ও শিশির নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, সকালের দিকে মিরপুর উপজেলার ৮ মাইল বহলবাড়িয়ায় দৌলতপুর থেকে কুষ্টিয়াগামী সিএনজির সাথে কুষ্টিয়া হতে ভেড়ামারাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা সিএনজির মধ্যে থেকে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রসুতি নারীসহ দুইজনকে মৃত ঘোষণা করেন।