কুষ্টিয়া ও জয়পুরহাটে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কুষ্টিয়া ও জয়পুরহাটে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। হাওয়াখালি মাঠ এলাকায় মোটরসাইকেল আরোহী কিশোর সিয়ামকে চাপা দিয়ে পালিয়ে যায় একটি গাড়ি। পরে, স্থানীয় লোকজন সিয়ামকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়। এদিকে, জেলার দৌলতপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মহসীন হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
জয়পুরহাটে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে এক চালকের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়ার মোকামতলা থেকে চাপাইনবাবগঞ্জে যাচ্ছিলো পিকআপ ভ্যানটি। ঢাকাগামী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক মাসুদ রানার মৃত্যু হয়।