কুষ্টিয়া, বগুড়া ও ফেনীতে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি
- আপডেট সময় : ০৭:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়া, বগুড়া ও ফেনীতে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। পাড়া-মহল্লায় প্রতিমা তৈরির ধুম। স্বাস্থ্যবিধি মেনে উৎসব-আনন্দ করার ইচ্ছে আয়োজকদের। করোনার কারণে প্রায় অর্ধেক কাজ হচ্ছে। তাই ভালো নেই প্রতিমার কারিগররা।
এটেল মাটি এভাবে কাঠের গুঁড়ি দিয়ে ভালোভাবে পিষে কুষ্টিয়ায় তৈরি হচ্ছে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা। শাড়ী, অলংকার, ফুল, ফল, বাঘ, মাথার মুকুট সব কিছুই তৈরি হয়েছে। তবে নেই শুধু রং। এত নিখুঁত কারুকার্য। কিন্তু সে অনুপাতে মজুরী নেই। করোনায় কাজও নেমে এসেছে অর্ধেকে। জানালেন প্রতিমা তৈরির কারিগররা।
দুই বছর পর এবার মহা ধুমধামে এ উৎসব উপভোগ করা হবে। জেলায় ২শ’ ৫২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠীত হবে।
বগুড়ায় দীর্ঘ করোনার পর পূজা আয়োজন করতে পেরে খুশি সকলেই। সরকারি সাহায্য আর কঠোর নিরাপত্তা চান আয়োজকরা।
আইনশৃঙ্খলা রক্ষায় তিন স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে জানালেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
সুষ্ঠু, সুন্দর পরিবেশে দুর্গাপূজায় সফল আয়োজ চান আয়োজকরা।
ফেনীতে করোনাকালীন সময়ে চাহিদার তুলনায় মজুরি কম পেলেও বাপ দাদার আদি পেশা টিকিয়ে রাখছেন প্রতিমা তারা।
স্বাস্থ্যবিধি মেনে জেলার প্রতিটি পূজা সম্পন্ন হবে জানান উদযাপন কমিটি।
পূজায় অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে নেয়া হয়েছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা।
দেবী শান্তির বার্তা নিয়ে আসবেন ঘোড়ায় চড়ে আর গমন করবেন দোলায় চেপে।