কুষ্টিয়া সিরাজগঞ্জ ও বেনাপোলে তিনজনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও বেনাপোলে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালের দিকে রেলওয়ের ইজারাকৃত জলাশয়ের কচুরিপানা পরিষ্কার করার সময় স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল সরকারী বিদ্যালয়ের পেছনে একটি পরিত্যাক্ত বাড়ি থেকে সাইদুর রহমান সাইদ নামে এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাইদুর সলঙ্গা থানার সাতটিকরি তালতলা মান্নান হোটেলের কর্মচারী।
যশোরের বেনাপোল রেলস্টেশন এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানা যায়নি।