কুষ্টিয়ার কলেজ শিক্ষকের কবজি কেটে বিচ্ছিন্ন করা মামলায় ৭ আসামী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালীতে কলেজ শিক্ষক অধ্যাপক তোফাজ্জেল বিশ্বাসের ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করা মামলায় ৭ আসামীকে গ্রেফতার করেছে রেব।
সকালে রেবের কুষ্টিয়া কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। রাতভর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামলার আসামী শালঘর মধুয়া গ্রামের মোশারফ হোসেন মশা, নাজিম উদ্দিন, সামাদ, মুহাইমেন হোসেন, হালিম, পলাশ ও মকুলকে গ্রেফতার করা হয়। এর মধ্যে গ্রেফতারকৃত বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী পলাশের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।