কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ায় জমে উঠেছে স্মরণোৎসব

- আপডেট সময় : ০৮:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ায় জমে উঠেছে বাউল সম্রাট লালন ফকিরের তিরোধান দিবসকে ঘিরে স্মরণোৎসব। দূর-দূরান্ত থেকে আসা সাধু ও গুরু ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে আখড়াবাড়িসহ কালীনদীর উন্মুক্ত এলাকা।
মানবতার মুক্তি, আত্মশুদ্ধি আর ভবের মোহ-মায়া ত্যাগের বাণী শুনিয়েই ভোর রাতে চলে গেলেন তিনি। এই দিনেই সাঁই দেহ রেখেছিলেন। সেই থেকে রীতি এখনও চলমান। রাতে অধিবাস, সকালে বাল্যসেবা আর দুপুরে মশলাবিহীন তরকারী, সাদা ভাত দিয়ে আজ সাধু সঙ্গ। এই দিনটি স্বরণ করে প্রতিবছর সাঁইজীর ধামে আসা বাউলরা।
এত সাধু-বাউল আর নানা ধর্মের নানা মতের হাজার হাজার মানুষের এমন মিলন মেলা দেখে খুবই অভিভুত। লালনের দর্শন, মানুষকে ভালোবাসা। এসব জানতে হলে এখানে নিয়মিত আসতেই হবে। এমন কথা জানালেন আগত দেশী-বিদেশী পর্যটকরা।
লালন মেলায় গেলবারের চেয়ে এবার দোকান বসেছে কয়েকশ বেশি। তাই কেনাবেচা প্রত্যাশার চেয়ে কিছুটা কম। এছাড়া চাহিদা অনুযায়ী জিনিসের দামও একটু বেশি।
ফুটেজ এফটিপিতে আছে। কুষ্টিয়া লালন তিরোধান প্যাকেজ-৩ নামে ।