কুষ্টিয়ার মিরপুরে বৃষ্টি হত্যা মামলায় তিনজনের কারাদন্ডাদেশ

- আপডেট সময় : ০৭:১৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার মিরপুরে বৃষ্টি হত্যা মামলায় প্রেমিকসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা হত্যা মামলায় ৩৭ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম এ রায় দেন। ২০১২ সালের ১ জুলাই সকালে বেড়াতে গিয়ে নিখোঁজ হন বৃষ্টি খাতুন। পরের দিন সকালে মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে মিরপুর-দৌলতপুর সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
যুবলীগের সদস্য মিরাজ হোসেন পাটোয়ারী হত্যা মামলার রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন এ ঘটনায় নিহতের মা রানী বেগম বাদী হয়ে ৪২ জনকে আসামি করে মামলা করেন। আসামি পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় ৩৭ বিএনপি নেতাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে।