কুষ্টিয়ার হাউজিং এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার হাউজিং এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেহেরপুরে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার এবং নড়াইলে এক জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী জানায়, সোমবার রাতে হাউজিং ডি ব্লক এলাকায় সিআইডি অফিসের কাছে এক বাসায় আনন্দ কুমার বিশ্বাসের স্ত্রী শেফালী বিশ্বাস আগুনে পুড়ে গুরুতর আহত হন। কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। পুলিশ জানায়, শেফালী বিশ্বাস খুন হয়েছেন বলে অভিযোগ করেছে তার ভাই।
মেহেরপুর সরকারি কলেজের পুকুর থেকে সকালে অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুকুরে ভাসতে দেখা যায় নিহত
নারীর মরদেহ।
নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চায়ের দোকানদার ইমাম হাসান রাজুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।