কুষ্টিয়ায় উদযাপন হতে যাচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী
- আপডেট সময় : ০৬:১৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৯৭০ বার পড়া হয়েছে
তৃতীয়বারের মত জাতীয় পর্যায়ে কুষ্টিয়ায় উদযাপন হতে যাচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। জেলার শিলাইদহে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, কবিতা আবৃতিসহ নানা আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। রবীন্দ্র মঞ্চে প্যান্ডেল নির্মাণসহ সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ইতোমধ্যেই। বৈরি আবহাওয়ার জন্য নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থাও।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এই বিখ্যাত সংগীতসহ ২ হাজার ২৩২টি গানের অধিকাংশই কুষ্টিয়ার এই শিলাইদহে বসে লিখেছেন কবি গুরু। এখান থেকেই গীতাঞ্জলী অনুবাদ করে ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙ্গালী হিসেবে সাহিত্যে অর্জন করেছেন নোবেল পুরুস্কার। এবার কুঠিবাড়ীর বাইরে বসেছে গ্রামীণ মেলা।
নতুন রং, বাড়ীর আঙ্গিনায় বাগানকে আগাছা কেটে পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ভেতরের আসবাব পত্রে লাগানো হয়েছে নতুন রংয়ের আঁচড়।
কুঠিবাড়ীর আঁদলে একটি ভবন বানিয়ে যাদুঘর নির্মাণ করতে হবে। আর মুল ভবনটিকে শুধু বাইরে থেকে দেখার জন্য সংরক্ষণ করা হউক। এমন দাবী জানালেন কুঠিবাড়ীর এই কাষ্টডিয়ান।
বৈরি আবহায়াকে মাথায় রেখে এবার সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। আগত অতিথি, দর্শনাথীদের জন্য নিরাপত্তার ব্যবস্থাও থাকছে। জানালেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শারমিন শারমিন চৌধুরী।