কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৫৫২ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ২ জন।
কুষ্টিয়ার মিরপুরের চেয়ারম্যান রোড এলাকায় গেল রাতে, কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মিরপুরগামী যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সেখানেই দু’জন নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছে।