কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।
ভোরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সামনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয় অন্তত ১০জন ।কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, কুয়াকাটা থেকে পিকনিকের একটি বাস পাবনা ফিরছিলো। এ সময় তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সামনে বগুড়া থেকে নড়াইলগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক নাবিল হোসেন ও হেলপার ইব্রাহিম হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।