কুষ্টিয়ায় হঠাৎ বেড়েছে নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ পণ্যের দাম

- আপডেট সময় : ০৫:১৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
লকডাউনের অজুহাতে রমজানের শুরুতেই কুষ্টিয়ায় হঠাৎ বেড়েছে নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ পণ্যের দাম। এতে করে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো তদারকি নেই বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
লকডাউনের মধ্যে কুষ্টিয়া পৌরবাজারে ১৮০ টাকার সোনালি মুরগির দাম বেড়ে হয়েছে তিন’শ ২০ টাকা। তিন’শ টাকার দেশি মুরগি চার’শ, ২২০ টাকার রুই মাছ দু’শ ৮০, ৫৮ টাকার মিনিকেট চাল ৬২ টাকায় বিক্রি হচ্ছে। পটল, ঢেঁড়শ, লাউসহ সব ধরণের সবজির দামও নিম্নআয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নজরদারি নেই বলে অভিযোগ করছে ক্রেতারা।
লকডাউনের মধ্যেও বাজারে প্রচুর জনসমাগম রয়েছে। পণ্যের আমদানিও অনেক। দাম বেশি বাড়েনি বলে দাবি করছে, বিক্রেতারা।
বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করা হবে বলে জানায়, সংশ্লিষ্টরা। ক্যামেরায় কথা বলতে রাজি হননি, তবে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি থাকবে বলে জানান, জেলা প্রশাসক। লকডাউনের মধ্যে রমজানের বাজার নিয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।