কুড়িগ্রাম টেক্সটাইল মিলের ইনচার্জ’র বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম টেক্সটাইল মিলের ইনচার্জ সামছুল আলম শেখ’র বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।
দুপুরে কুড়িগ্রাম প্রেসকাবের সামনে সাবেক কর্মচারী, নিহতের পরিবার ও সচেতন এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। বক্তারা মিল ইনচার্জ সামছুল আলম শেখ এর দায়িত্ব পালনকালিন অবস্থায় কোন কারণ ব্যতিরেকে চাকুরীচ্যুত করা এবং পরে আবার মোটা অংকের উৎকোচ দাবী করা, ধাক্কা দিয়ে একজন সিকিউরিটি গার্ডকে হত্যাসহ নানান অভিযোগের প্রতিকার চেয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এদিকে, নড়াইলের লোহাগড়ায় স্ত্রীর হয়রানীকারী ও ষড়যন্ত্র থেকে পরিত্রান পেতে মানববন্ধন করেছেন স্বামী আবজাল হোসেন ও তার পরিবারের সদস্যরা। মানববন্ধন চলাকালে ওই নারীর স্বামী জয়পুর গ্রামের মোঃ আবজাল হোসেন অভিযোগে বলেন, ‘তার স্ত্রী মিনা বেগম সংসারে থাকাকালীন সময়ে শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করতো। যা লোকলজ্জার ভয়ে কাউকে বলতে পারি নাই। বেশ কিছুদিন আগে বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এরপর ভূঁয়া তালাকনামা পাঠিয়ে দেয় এবং প্রশাসনের কাছে মিথ্যা তথ্য সম্বলিত অভিযোগ দিয়ে দায়েরসহ মামলা করে হয়রানীর চেষ্টা করছে। বর্তমানে আমার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে সামিয়া খাতুনকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি ওই নারীর ষড়যন্ত্র থেকে মুক্তি চাই।