কুড়িগ্রাম পুরাতন রেল ষ্টেশন এলাকায় ছুরিকাঘাতে এক কিশোর নিহত
- আপডেট সময় : ০৩:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম পৌরসভার পুরাতন রেল ষ্টেশন এলাকার হরিজন পল্লিতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। বিয়ে বাড়িতে নাচ-গান ও আনন্দ উল্লাসকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
গতকাল রাতে সুমন বাসফোরের মেয়ে অন্তরা রানীর বিয়ে হয়। সকালে বরপক্ষকে বিদায়ের আনুষ্ঠানিকতায় দু’পক্ষের কিছু যুবক মদ খেয়ে নাচ গান করছিলো। এ সময় একজনের গায়ে ধাক্কা লাগলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে, সংঘর্ষে বরের ছোট ভাইসহ ৩ জন আহত হয়। বিয়ে বাড়ির লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর কিছুক্ষন পর বিয়ের বাড়ির কাছে বরপক্ষের কয়েকজন লোক অবস্থান নেয়। অতর্কিতভাবে এক যুবক এসে কিশোর রাহুল বাসফোরকে ছুরিকাঘাত করে। তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কিশোর বরের খালাতো ভাই।
কুড়িগ্রাম সদর থানার ওসি জানান, ময়না তদন্তের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি।