কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির অবনতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
উজানের ঢলে ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে তিস্তা নদীর পানিও।
প্রথম দফা বন্যার ধকল কাটতে না কাটতেই দ্বিতীয় দফায় ঘর-বাড়িতে পানি ঢোকায় বিপাকে পড়েছে মানুষ।
আগেও ফসলের ক্ষতি হয়েছে। এবার পাটের ক্ষতি নিয়ে চিন্তিত কৃষক।
পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি আরো বাড়তে পারে।
এদিকে, গেল ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি শহর রক্ষা বাধ পয়েন্টে ২০ সেন্টিমিটার এবং কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি আরও কয়েকদিন অব্যাহত থাকলেও ভয়াবহ বন্যার আশংকা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।