কুড়িগ্রামে পরীক্ষামূলকভাবে চাষ হয়েছে বঙ্গবন্ধু-১০০ জাতের ধান
- আপডেট সময় : ০৪:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে চলতি বোরো মৌসুমে পরীক্ষামূলকভাবে চাষ হয়েছে বঙ্গবন্ধু-১০০ জাতের ধান। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ‘জিংক সমৃদ্ধ’ এই ধান আবিষ্কার করে পরীক্ষামূলক চাষাবাদ শুরু করেছে। ভালো ফলনে আশাবাদি কৃষকরা। কুড়িগ্রাম প্রতিনিধি বাদশাহ্ সৈকতের প্রতিবেদন। ধান গবেষণা ইনস্টিটিউটের আবিষ্কার; ভালো ফলনে আশা কৃষকের
নতুন জাতের ধানটি উদ্ভাবনের পর কৃষি বিভাগ ও হারভেস্ট প্লাস বাংলাদেশের সহায়তায় কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুরের ১৩ একর জমিতে চাষ করেছেন ৩৯ কৃষক। কৃষি বিভাগ বলছে, বঙ্গবন্ধু-১০০ জাতের ধান স্বপ্ল খরচে চাষের ১শ’ ৪৮ দিনের মধ্যে ঘরে তুলতে পারবে কৃষক।
নতুন প্রজাতির ধানে চালের আকৃতি মাঝারি চিকন, পুষ্টিগুনে ভরা ও খেতে সুস্বাদু।রোগ বালাই মুক্ত এবং সাধারণ পরিচর্যায় বঙ্গবন্ধু ধান হেক্টরে উৎপাদন ৬ থেকে ৭ টন। ভালো ফলন ও খেতে সু-স্বাদু হওয়ায় খুশি কৃষক।
বঙ্গবন্ধু জাতের ধান সারাদেশে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগসহ সরকারী বেসরকারী সংস্থা। কৃষকে উদ্বুদ্ধ করতে হচ্ছে মাঠ দিবসসহ ধান কাটার উৎসব।
জিংক সমৃদ্ধ এ ধান চাষে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি দেশের মানুষের পুষ্টির চাহিদা মেটানো যাবে বলে মনে করে কৃষি বিভাগ।
সাধারণ কৃষক মনে করছেন, বীজসহ সহায়তা দিলে আগামী বোরো মৌসুমে উচ্চ ফলনশীল বঙ্গবন্ধু জাতের ধান চাষ সম্প্রসারিত হবে।