কুড়িগ্রামে বেড়েই চলেছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা

- আপডেট সময় : ১০:৫৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বেড়েই চলেছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। বেশিরভাগই ভূক্তভোগী সম্মানহানির ভয়ে আদালত পর্যন্ত যাচ্ছে না। অনেক ক্ষেত্রে আপোষের কারণে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এদিকে, নারী ও শিশু নির্যাতনের কঠোর আইন থাকা সত্ত্বেও একের পর এক ঘটছে নির্যাতনের ঘটনা।
কুড়িগ্রামে বাল্য বিয়ে, অভাব-অনটন, পারিবারিক কলহ ও অপসংস্কৃতি চর্চার কারণে অহরহই ঘটছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। কোলের শিশুকে রেখেই স্ত্রীকে তালাক দেয়াসহ নির্যাতন করে বের করে দেয়ার ঘটনা ঘটছে। বিয়ের প্রলোভনে যৌন নির্যাতন এবং বিয়ে পরবর্তী বাড়তি যৌতুকের দাবিতে ঘটছে স্ত্রীকে হত্যা। এসব ঘটনায় আইনী প্রক্রিয়ায় না এনে, স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করায় সামান্য জরিমানায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। আর যারা আইনের আশ্রয় নিয়েছেন, দ্রুত বিচার না পাওয়ায় হতাশ তারা।
নির্যাতনের বিষয়গুলো গোপন, আবার অনেকে গ্রাম্য শালিসের বিচার মেনে নিচ্ছে; এতে অপরাধ প্রবণতা থামছে না।
মোবাইলে ইন্টারনেটের অপব্যবহার ও মাদকাসক্তি শারীরিক নির্যাতনের ঘটনায় অনেকাংশে দায়ী বলে মন্তব্য করেন পুলিশ সুপার।
স্থানীয়ভাবে নয়, আদালতের মাধ্যমে সঠিক আইনী প্রক্রিয়ায় দ্রুত সমাধান হলে নির্যাতনের ঘটনা কমে আসবে বলে মনে করেন বিশিষ্টজনরা।