কুড়িগ্রামে বোরো ক্ষেতে নেকব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ায় আতংকিত কৃষক
- আপডেট সময় : ০৮:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বোরো ক্ষেতে নেকব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ায় আতংকিত হয়ে পড়েছে কৃষক। আক্রান্ত জমিতে ওষুধ স্প্রে করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। পাশের জমিতে ছড়িয়ে পড়া রোগ ঠেকাতে আক্রান্ত ধান কেটে ফেলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এরমধ্যে প্রায় চার হাজার হেক্টর জমিতে ২৮ ও ২৯ জাতের ধান চাষ করেছে কৃষক। ২৮ জাতের ধানের শীষ আসার পর পরই, গোড়ায় পচন ধরে কয়েক দিনের মধ্যেই চিটায় পরিনত হচ্ছে। বিভিন্ন ধরণের ওষুধ ছিটিয়েও কোনো প্রতিকার পাচ্ছেনা কৃষক।
আকস্মিকভাবে এ রোগ দেখা দিয়েছে বলে জানায় চাষিরা। তবে, এ ব্যাপারে কৃষি বিভাগের তেমন কোনো পরামর্শ পাচ্ছেনা বলে ক্ষোভ জানায় তারা।
প্রতি বিঘা জমি চাষে খরচ হয়েছে সাত থেকে আট হাজার টাকা। এখন খড় ছাড়া আর কিছুই পাওয়া যাবে না বলে জানায়, কৃষক।
আবহাওয়ার তারতম্যের কারনেই ২৮ জাতের ধানে নেক ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ছে। এ জাতের ধান চাষে কৃষককে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানায়, কৃষি বিভাগ।
ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রনোদোনা দেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।