কুড়িগ্রামে সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে কৃষকের
- আপডেট সময় : ০৫:৪১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। কম খরচে বেশি লাভ হওয়ায় চরাঞ্চলের কৃষক ঝুঁকে পড়ছে সূর্যমুখী চাষে। এতে চরের পতিত বালু জমি আবাদের আওতায় আসছে। ফলে ভোজ্য তেলের চাহিদা পুরন হবার বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে।সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে কুড়িগ্রামের চরাঞ্চল। এই দৃশ্য দেখে মুগ্ধ সৌন্দর্য পিপাসুরা। এই সূর্যমুখী ধীরে ধীরে হয়ে উঠছে চরাঞ্চলের কৃষকের আয়ের উৎসও।
এ অঞ্চলের আবহাওয়া সূর্যমুখী চাষ উপযোগী হওয়ায় উদ্বুদ্ধ হয়ে উঠছে অনেক কৃষক। গত বছর লাভ পাওয়ায় এবার চাষ বাড়িয়েছেন অনেকে।প্রতি বিঘা জমিতে সূর্যমূখী চাষে ব্যয় হয় তিন থেকে চার হাজার টাকা। ফলন ভালো হলে বিঘা প্রতি বীজ পাওয়া যায় সাত থেকে আট মন। প্রতি মনের বর্তমান বাজার দর তিন থেকে সাড়ে তিন হাজার টাকা।
গত মৌসুমে চরাঞ্চলের ২০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। এবার তা বেড়ে দাঁড়িয়েছে দু’শ হেক্টর। আগামীতে আরো বাড়বে বলে জানায়, কৃষি বিভাগ।সরকারি পৃষ্ঠপোষকতা বাড়িয়ে চরাঞ্চলের পতিত জমি সূর্যমূখী চাষের আওতায় আনলে, দেশে ভোজ্য তেলের চাহিদা মিটবে বলে আশা করে সংশ্লিষ্টরা।