কুয়েটের শিক্ষক প্রফেসর ড. সেলিমের মৃত্যুর জেরে ১৩ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধের ঘোষণা
- আপডেট সময় : ০৩:৩৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষক প্রফেসর ড. সেলিমের মৃত্যুর জেরে ১৩ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধের ঘোষণা এবং বিকেলে ৪ টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ।
উদ্ভূত পরিস্থিতিতে সকালে অনুষ্ঠিত জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিকেল ৪ টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। সকাল থেকেই ক্যাম্পাসে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। কুয়েট ছাত্রলীগের একটি গ্রুপের বিরুদ্ধে অধ্যাপক ড. সেলিমকে অবরুদ্ধ করে মানসিক নির্যাতন করার অভিযোগ ওঠে। এরপরই বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। সিসিটিভি ফুটেজে ওই শিক্ষককে পথরোধ করে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। মংগলবার এই ঘটনা ঘটে। ঘটনায় দায়ী শিক্ষার্থীদের শাস্তি দাবিতে ক্লাস ও একাডেমীক কার্যক্রম বন্ধ রাখা হয়। কুয়েট প্রশাসন থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলে দুজন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বিকেলে সিন্ডিকেট সভা করে। তবে সিদ্ধান্ত না আসায় আজ পুনরায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত আসে।