কূটনীতিকদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কারণেই কুটনীতিকরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার সুযোগ পাচ্ছে। দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক- মাহবুব উল আলম হানিফ বলেছেন, স্বাধীনতা দিবসকে কটাক্ষ করে মিথ্যা উদ্ধৃতি দিয়ে সংবাদ ছাপানো অপরাধমূলক কর্মকাণ্ড। এটা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। চট্টগ্রাম ও কুষ্টিয়ায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
চট্টগ্রামের বাসভবনে সাংবাদিকদের সাথে সম-সাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ভারতে বিবিসির কার্যালয়ে তল্লাশী করলেও বিদেশি রাষ্ট্রদূতরা কথা বলার সাহস পান না। অথচ বাংলাদেশে কিছু হলেই হৈচৈ বাধিয়ে দেন।
কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, স্বাধীনতা দিবসকে নিয়ে কটাক্ষ করে মিথ্যা উদ্ধৃতি দিয়ে সংবাদ ছাপানো অপরাধমূলক কর্মকাণ্ড। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটাই যৌক্তিক।
চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের ধারাবাহিকতা থাকলে, দেশের মানুষ আগামীতে আরো ভাল থাকবো।
অনুষ্ঠানে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২২ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির নগদ অর্থ বিরতণ করেন ডা. দীপু মনি।