কৃষকের ট্র্যাক্টর প্যারেড ঘিরে রণক্ষেত্র দিল্লির আইটিও চত্বর

- আপডেট সময় : ০৮:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
প্রজাতন্ত্র দিবসেই নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত হাজার হাজার কৃষকের ট্র্যাক্টর প্যারেড ঘিরে রণক্ষেত্রের রূপ নিয়েছে ভারতের রাজধানী দিল্লির আইটিও চত্বর।
দিল্লির ‘রাজপথে’ বার্ষিক প্যারেড শেষ হওয়ার পর ট্র্যাক্টর মিছিলের অনুমতি দেওয়া হয় । ওই সব রুটে ব্যাপক পুলিশি নিরাপত্তার পাশাপাশি বাস দাঁড় করিয়ে ব্যারিকেড তৈরি করে পুলিশ । কিন্তু প্রতিবাদী কৃষকদের একটি দল সেই রুট এড়িয়ে আইটিও চত্বরে পৌঁছে যায়। সেখানে পৌঁছতেই তাঁদের বাধা দেয়া হয়, তাতেই শুরু হয় কৃষক-পুলিশ খণ্ডযুদ্ধ। এখানে কয়েকটি বাসে ভাঙচুর চালায় কৃষকরা । লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে কৃষকদের নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ । এ সময় কয়েকজন আন্দোলনকারী বেপরোয়া ট্র্যাক্টর চালিয়ে পুলিশকে ধাওয়া করে। পুলিশকে ধাওয়া করার সময় ট্র্যাক্টর উল্টে এক চালক নিহত হয় । তবে আন্দোলনকারীরা বলছে, পুলিশের গুলিতে ওই ট্র্যাক্টরচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্র্যাক্টরটি উল্টে চালক নিহত হন । কিছু পুলিশকর্মীও আহত হয় ।