কৃষি যান্ত্রিকীকরণে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করবে: রীভা গাঙ্গুলি দাশ
- আপডেট সময় : ০৭:১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
কৃষি যান্ত্রিকীকরণে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করবে এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ।
সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করে রীভা গাঙ্গুলি কৃষিপণ্য যান্ত্রিকীকরণ ও প্রসেসিংয়ে ভারতের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় কৃষিক্ষেত্রে লাইট ইঞ্জিনিয়ারিংয়ের ওপর জোর দেন তিনি । বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম জানিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ভারতেরও গ্রামীণ অর্থনীতিতে কৃষি খুবই গুরুত্বপূর্ণ। মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে কৃষি ক্ষেত্রে সহযোগিতার অনেক সুযোগ আছে। তিনি আশা করেন, ভবিষ্যতে ভারত কৃষিক্ষেত্রে আরো সহায়তা করবে। এ সময় রীভা গাঙ্গুলী দাশ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক অটুট থাকবে এবং ভবিষ্যতে অর্থনীতি, সামাজিক, সাংষ্কৃতিক সব ক্ষেত্রে ভারতের সহযোগিতা আরও বাড়বে।