কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি করতে চুক্তি সই করেছে রাশিয়া ও ইউক্রেন
- আপডেট সময় : ০৭:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি করতে চুক্তি সই করেছে রাশিয়া ও ইউক্রেন। তুরস্কের ইস্তানবুলে এ চুক্তি সই হয়। রাশিয়া-ইউক্রেনের শস্য চুক্তির বিষয়টি নিয়ে মধ্যস্থতা করেছে তুরস্ক।
ইউক্রেনে হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ বন্দরগুলোর বেশিরভাগই দখল করেছে রাশিয়া। এরপর সেগুলো বন্ধ করে দেয় তারা। ফলে বন্ধ হয়ে যায় ইউক্রেনের শস্য রপ্তানিও। এতে করে বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কা দেখা দেয়। কারণ বিশ্বের অন্যতম বৃহত্তম গম উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ হলো ইউক্রেন। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী চুক্তিতে স্বাক্ষর করেন। সেখানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ চুক্তির মাধ্যমে আটকে থাকা ইউক্রেনের বন্দরগুলো আবার খুলে গেল। এখন ইউক্রেনের উৎপাদিত গম, ভুট্টা, বার্লি ও সূর্যমুখী তেল রপ্তানির দ্বারও খুলে গেল। চুক্তি অনুযায়ী ইউক্রেনের তিনটি বন্দর ব্যবহার করে শস্য রপ্তানি করবে ইউক্রেন। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ওডেসা বন্দরও।
ইউক্রেন যুদ্ধের মধ্যেই সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরেরও এক সপ্তাহের কম সময়ের মধ্যে দেশটির শাসক মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বললেন পুতিন।
ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, পুতিন ও মোহাম্মদ বিন সালমান আন্তর্জাতিক তেল বাজারের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তারা ওপেক প্লাসে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। চলতি সপ্তাহের শুরুতে পুতিন তেহরান সফর করেন। এসময় তেহরানে তিনি ইরান ও তুর্কি নেতার সঙ্গে বৈঠক করেন। পুতিন তার তেহরান সফর নিয়েও সৌদি যুবরাজের সঙ্গে কথা বলেন। জ্বালানি তেলের বাজারে চলছে অস্থিরতা। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এমন প্রেক্ষাপটে পুতিন ও মোহাম্মদ বিন সালমান তেলের বাজার নিয়ে কথাও বললেন।