কে ক্র্যাফট ও আমলকীর মধ্যে চুক্তি
- আপডেট সময় : ০৭:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক : সম্প্রতি দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড কে ক্র্যাফট ও লাইফস্টাইল ব্র্যান্ড আমলকীর মধ্যে চুক্তি হয়েছে। এখন থেকে কে ক্র্যাফটের চারটি শাখায় পাওয়া যাবে আমলকীর পণ্যগুলো। এরই মধ্যে কে ক্র্যাফটের এক্সপিরিয়েন্স সেন্টারে একটি সংবাদ সম্মেলনে বিষয় জানানো হয়।
জানা গেছে, কে ক্র্যাফটের শোরুমে এখন থেকে পাওয়া যাবে আমলকীর ৪০টির বেশি পণ্য’—এ চুক্তিতে আবদ্ধ হয় ব্র্যান্ড দুটি। চুক্তি স্বাক্ষরের পর শুভেচ্ছা বক্তব্য দেন কে ক্র্যাফটের স্বত্বাধিকারী খালিদ মাহমুদ খান।
তিনি বলেন, ‘আমলকী বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রসাধনী নিয়ে কাজ করছে বিগত ছয় বছর ধরে। আমার মনে হয়, এই পণ্যগুলো সাধারণ মানুষের সমস্যা সমাধান করতে পারবে, আর ক্রেতারা সন্তুষ্টও হবে। আমরা চাই অনেক দূর এগিয়ে যেতে।’
এ প্রসঙ্গে আমলকী ব্র্যান্ডের হার্বালিস্ট ও প্রধান নির্বাহী নন্দিতা শারমিন বলেন, ‘কে ক্র্যাফটের মতো স্বনামধন্য ব্র্যান্ডের সঙ্গে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি গর্বিত যে অনেক চেষ্টার পর আমরা ভালো মানের প্রসাধনী বাজারজাত করতে পারছি। আমলকীর বেশ কিছু পণ্য মডেল ও ব্যবসায়ী অন্তু করিমের প্রতিষ্ঠান পেন্টাগনের মাধ্যমে তৈরি হয়।’
শুরুতে মোহাম্মদপুর, সোবাহানবাগ, মিরপুর ও যমুনা ফিউচার পার্ক—কে ক্র্যাফটের এই চার শাখায় পাওয়া যাচ্ছে আমলকীর প্রসাধনীগুলো। নন্দিতা শারমিন জানান, প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি পণ্যগুলোর ব্যবহারে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। আরেকটি বিশেষ সুবিধা হলো, আমলকীর সব পণ্যই ইউনিসেক্স বা নারী–পুরুষ সবাই ব্যবহার করতে পারেবন। সব ঋতুতে একই পণ্য ব্যবহার করা যাবে।
পণ্যগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন, সব ধরনের ত্বকের জন্যই প্রযোজ্য হয়। চুলের তেল, বডি স্ক্রাব, মোরিঙ্গা ফেস প্যাক, বডি অয়েল, ময়েশ্চারাইজিং ক্রিম, সানস্ক্রিন ও অ্যান্টি-এজিং ক্রিমের মতন সব ধরনের প্রসাধনীই রয়েছে এখানে।