কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট?
- আপডেট সময় : ০৭:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট? ট্রাম্পকে সরিয়ে বাইডেন কি হচ্ছেন হোয়াইট হাউজের বাসিন্দা? নাকি ট্রাম্পই থেকে যাচ্ছেন। তবে চূড়ান্ত ফল ঘোষণা পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এই ডেমোক্র্যাট প্রার্থী।
কে বিজয়ী হবেন এটা বলার দায়িত্ব বাইডেন বা ট্রাম্পের নয়। এটা একমাত্র আমেরিকার জনগণের সিদ্ধান্ত, নির্বাচন কর্তৃপক্ষের এক্তিয়ার। এমন মন্তব্য করেছেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ফল ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য্য ধরতে সমর্থকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। ডেলাওয়ারের উইলমিংটনে এক বক্তৃতায় একথা বলেন তিনি।
৭৪ বয়সী এই ডেমোক্র্যাট প্রার্থী বলেন, মধ্য-পশ্চিমাঞ্চলীয় ব্লু ওয়ালের অঙ্গরাজ্যগুলোতে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। নির্বাচনে ৫৫ ইলেকটোরাল ভোটের ক্যালিফোর্নিয়ায় জয়ী হয়েছেন বাইডেন। জয় পেয়েছেন রাজধানী ওয়াশিংটন ডিসিতেও।
উইসকনসিনে ১০টি ইলেক্ট্রোরাল ভোট রয়েছে। সেখানে ৯৭ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এতে জো বাইডেন এগিয়ে রয়েছেন।
এদিকে, আমেরিকার নির্বাচনে জো বাইডেনের পক্ষে বাজি ধরছেন বিনিয়োগকারীরা। তারা মনে করছেন, হোয়াইট হাউসে জো বাইডেন আসছেন এবং তিনি বড় অঙ্কের প্রণোদনা দেবেন, যা কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনীতিকে জাগিয়ে তুলবে। ফলে বেড়ে গেছে আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বাজারে শেয়ার মূল্য।
অন্যদিকে, প্রত্যাশা অনুসারে প্রতিনিধি পরিষদে নিজেদের নিয়ন্ত্রণ আগের মতোই ধরে রাখতে সক্ষম হয়েছেন ডেমোক্র্যাটরা। ইউএস নেটওয়ার্কের প্রতিবেদন বলছে, ৪৩৫ আসনের কক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা সামান্য বেড়েছে।