কেজিতে ৬০ টাকা বেড়ে কাচাঁ মরিচ বিক্রি হচ্ছে ২ শ টাকা
- আপডেট সময় : ০২:৩৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে এক সপ্তার ব্যবধানে কাচাঁ মরিচের কেজিতে ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ শ টাকা। পাশাপাশি বর্ষার কারণে সবজির দামও বেড়েছে । মাছের বাজারে ইলিশের আমদানি বেশি থাকলেও ক্রেতা শূন্যের অজুহাতে অন্য সব ধরণের মাছ কেজিতে ৭০ থেকে ৮০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে । এ দিকে গরু খাসি স্থিতিশীল থাকলেও বেড়েছে লাল মুরগীর দাম ।
বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে কাচাঁ মরিচের দাম। এক সপ্তার ব্যবধানে কেজিতে ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ শ টাকা, টমেটো ১২০ টাকা কেজি হলেও অন্য সব ধরণের সবজির কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেশী বিক্রি করছে ব্যবসায়ীরা। তাদের দাবি, বর্ষা মৌসুমে সবরাহ ঘাটতি থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে ।
মাছের বাজারে ইলিশের আমদানি যথেষ্ট থাকায় , হালি সাড়ে ৩ থেকে ৩ হাজারের মধ্য বিক্রি হচ্ছে ইলিশ । আর অন্য মাছ ক্রেতা শুন্যের অজুহাতে রুই কতলা সহ ছোট মাছের কেজি ৭০ থেকে ৮০ টাকা বেশী বিক্রি করছে বিক্রেতা। করোনায় মহামারিতে কর্মহীন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে থাকায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা ।
মাংসের বাজারে গরু খাসি বেধেঁ দেয়া দামে বিক্রি হলেও ৩০ টাকা বেড়ে লাল কক বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি আর ব্রায়লার মুরগী বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি ।
এদিকে নিত্যপণ্যের বাজার নিয়ে ভিন্ন মত দেখা গেছে ক্রেতা-বিক্রেতার মধ্যে। বিক্রেতারা বলছেন, প্রতি বছর ঈদের কেনা-বেচায় ব্যস্ত সময় পার করলেও, এবার ঈদ বাজার করোনা আতঙ্কে ক্রেতা শূন্য।
ধানের দাম বাড়লেও প্রভাব পড়েনি চালের বাজারে ।