কেন্দ্র পরিবর্তনের দাবিতে পাবনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে পাবনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। এসময় শিক্ষার্থীরা বলেন, গেল ২১ জানুয়ারি সিটি কলেজে মহিলা কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র ঘোষণা করা হয়। কিন্তু হঠাৎ করেই কেন্দ্র সেখান থেকে সরিয়ে সরকারি শহীদ বুলবুল কলেজে নির্ধারণ করা হয়েছে। ছাত্রীদের অভিযোগ, বুলবুল কলেজে পরীক্ষা দিতে গেলে নানা সমস্যায় পড়তে হবে তাদের।