কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো কমিশনের একক দায়িত্ব নয় : সিইসি

- আপডেট সময় : ০২:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, এটি কমিশনের একক দায়িত্ব নয়।
সকালে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন শেষে সিইসি আরো বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হলে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ে। ভোট প্রতিযোগিতামূলক করতে রাজনৈতিক দলগুলোকে বারবার অনুরোধ জানাচ্ছে কমিশন। দলগুলোর নিজেদের সমস্যা নিরসন করা দরকার। এক্ষেত্রে কমিশন মুরুব্বিয়ানা করবে না। ভোটের ভারসাম্য তৈরি ও নিরপেক্ষতা নিশ্চিত করা কমিশনের কাজ। এবার হালনাগাদ ভোটার সংখ্যা- ১১কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। যারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিবেন। ‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিবো যোগ্যজনে’ এই স্লোগানে ৫ম বারের মত জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা বের করে নির্বাচন কমিশন। যেখানে সিইসিসহ অন্যান্য কমিশনার ও নির্বাচন কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।