কেরালায় বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
কেরালার কোঝিকোড বিমানবন্দরে অবতরণ করার সময়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হলে, অন্তত ১৮ জনের মৃত্যু হয়। আহত শতাধিক। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশ কর্মকর্তারা।
এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ বিমানটিতে মোট ১৯০ জন যাত্রী ছিল। নিহতদের মধ্যে বিমানটির দু’জন পাইলটও ছিলেন। ফ্লাইট এ যাত্রী ছিল ১৮৪ জন আর ক্রু ছিল ৬ জন। বৃষ্টির কারণে কোঝিকোড বিমানবন্দরে অবতরণ করার পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রানেওয়ে অতিক্রম করে সামনের উপত্যকায় পড়ে ভেঙে দু্ই টুকরো হয়ে যায় বলে জানিয়েছে বিমান চলাচল কর্তৃপক্ষ। করোনাভাইরাস মহামারির কারণে আটকে পড়া দুবাই থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে ফিরছিলো বিমানটি। কেরালার মুখ্যমন্ত্রী জানিয়েছেন উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।