কোন আলেম ও বিএনপির নেতাদের গ্রেফতার করা হচ্ছে না : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
কোন আলেম ও বিএনপির নেতাদের গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়ালী দেয়া বক্তব্যে একথা জানান তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ১৫ আগস্ট, ৩ নভেম্বর, তথাকথিত ৭ নভেম্বর এবং ২১ আগস্ট ঘটিয়ে চক্রান্তের পথে ক্ষমতায় যাওয়ার দিন শেষ।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ঢাকার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
যারা আগুন সন্ত্রাসের সাথে জড়িত ভিডিও ফুটেজ দেখে শুধুমাত্র তাদেরকেই গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এখানে বিএনপির কল্পকাহিনী তৈরির কোন সুযোগ নেই।
ক্ষমতায় যেতে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
করোনার বর্তমান পরিস্থিতিতে বিএনপিকেও জনগণের জন্য একসাথে কাজ করার আহবান জানান তিনি।
পরে, সুবিধাবঞ্চিত কয়েক’শ শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।