‘কোটা আন্দোলনে হতাহতের ঘটনার দায় সরকারকে নিতে হবে’
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ১৭১৯ বার পড়া হয়েছে
কোটা আন্দোলনে হতাহতের ঘটনার দায় সরকারকে নিতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।কোটা আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের চার শিক্ষার্থী নিহত হয়েছে বলে দাবি করেন তিনি। রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী হত্যা, গণগ্রেফতার, নির্যাতনের ও প্রতিবাদে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।চলমান আন্দোলন এখন জনগনের আন্দোলনে পরিনত হয়ে জানিয়ে সমস্যা সমাধানে সরকারকে পদত্যাগের আহবান জানান চরমোনাই পীর।শিক্ষার্থী হত্যার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চায় তিনি।বলেন,দেশের অর্থনীতি আজ ধংস করে দিয়েছে বর্তমান সরকার। সরকারকে পদত্যাগ বাধ্য করতে সবাইকে রাস্তা নেমে আসার আহবান জানান মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।