কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি বুধবার

- আপডেট সময় : ০৪:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
কোটা ইস্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানি আগামীকাল। সকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম শুনানির এ দিন ধার্য করেন।
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত কোটাপদ্ধতি বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় পরিপত্র জারি করে। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালে হাইকোর্টে রিট করেন চাকরিপ্রত্যাশী ও মুক্তিযোদ্ধার সন্তান অহিদুল ইসলামসহ সাতজন। প্রাথমিক শুনানি নিয়ে রুল দেন আদালত। আর চূড়ান্ত শুনানি শেষে গত ৫ জুন হাইকোর্ট রায় ঘোষণা করেন। এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা আপিল বিভাগের চেম্বার আদালত হয়ে ৪ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে। রিট আবেদনকারী সময় চেয়ে আবেদনের প্রেক্ষিতে সেদিন আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়।