কোটা বাতিলের দাবিতে সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কমর্সূচির ডাক
- আপডেট সময় : ১১:০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
সারাদেশে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক-মহাসড়ক ও রেলপথে বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে ডাকা সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ উল ইসলাম।
তারা জানান, কোটা বাতিলের দাবিতে অন্দোলন নয়, বাস্তবতার সাথে সমন্বয় রেখে যৌক্তিক সংস্কার চায় শিক্ষার্থীরা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের জন্য ৫ শতাংশ কোটাকে যৌক্তিক বলে মনে করেন শিক্ষার্থীরা। কমিটি গঠনের মধ্য দিয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেনী পর্যন্ত সকল জায়গায় অযৌক্তিক কোটা কমিয়ে নতুন আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানান শিক্ষার্থীরা। সরকারের নির্বাহী বিভাগ থেকেই সিদ্ধান্ত আসতে হবে বলেও দাবি তাদের। এ ছাড়া এই আন্দোলনের সাথে আদালতের রায়ের বিষয়ে কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান শিক্ষার্থীরা।