কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৮:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ১৬৮০ বার পড়া হয়েছে
সরকারি কাজে বাধা দেয়া ও পুলিশের সাঁজোয়া যানে হামলার অভিযোগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদি পুলিশের গাড়িচালক খলিলুর রহমান। মামলায় অজ্ঞাতনামা ‘অনেক সংখ্যক’কে আসামী করা হয়েছে। শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার এপিসি, ওয়াটার ক্যানন নিয়ে খলিলুর রহমান পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের সাথে শাহবাগ মোড় অবস্থান করছিলেন। আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে জড়ো হয়ে স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকে। একপর্যায়ে আন্দোলনকারীরা সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে পুলিশের ব্যারিকেড ভেঙে ধাক্কাধাক্কি করে। এজাহারে দাবি করা হয়, এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদেরকে এলোপাথারি মারপিট করে জখম করে আন্দোলনকারীরা। বিএসএমএমইউ’র পাশে নিরাপদ স্থানে রাখা এপিসি ও ওয়াটার ক্যাননের ওপর অনেক সংখ্যক আন্দোলনকারী উঠে উল্লাস করে বলে উল্লেখ করা হয়েছে। এ সময় ওয়াটার ক্যানন ড্রাইভারকে গাড়ি থেকে জোর করে বের করার চেষ্টা ও গতিরোধ করে। ফলে এপিসির সামনের দুইটি এসএস স্ট্যান্ড, বনেটের উপরে বাম পাশে রেডিও এন্টিনা এবং ডান পাশের পিছনের চাকার মার্টগার্ড এবং ওয়াটর ক্যাননের বাম পাশের লুকিং গ্লাস ভেঙে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।