সারাদেশে কোথাও কোথাও গণপরিবহণ চলাচলে মানা হচ্ছে না বিধিনিষেধ
- আপডেট সময় : ০৮:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
লকডাউনে দীর্ঘ প্রায় এক মাস বন্ধ থাকার পর, সকাল থেকে সারাদেশে জেলার ভেতরে গণপরিবহণ চলাচল শুরু হয়েছে। অনেক জেলাতেই অর্ধেক যাত্রী নিয়ে যথাযথ বিধি মেনে যানবাহন চলতে দেখা গেছে। আবার, কোথাও কোথাও মানা হচ্ছে না বিধিনিষেধ।
সিটি সার্ভিসের প্রথম দিনে বিপুলসংখ্যক যানবাহন চলছে বন্দরনগরী চট্টগ্রামে। সরকারি নির্দেশনা অনুযায়ী দুরপাল্লার বাস সরাসরি না চললেও, যাত্রীরা ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। তবে, স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে।
রাজশাহীতে কোনো বাসে অর্ধেক, আবার কোনোটায় শতভাগ যাত্রী পরিবহন করা হচ্ছে। শুধু অভ্যন্তরীণ চলাচলের কথা থাকলেও, বিভিন্ন জেলায় গন্তব্যের কথা বলেও যাত্রীদের উঠানো হয় বাসে।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমেছে যাত্রীবাহী যান। গাজীপুরের চন্দ্রা এলাকার যানবাহনে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।
কুমিল্লা টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে। টার্মিনাল থেকে জেলার বিভিন্ন গন্তব্যে বাসগুলো স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী নিচ্ছে।
বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রূপাতলী থেকে জেলার ভেতর ১৫-২০টি রুটে গণপরিবহন চলছে।
২২ দিন পর ঝিনাইদহেও শুরু হয়েছে বাস চলাচল। জেলার অভ্যন্তরে ৬’টি রুটে বাস চলাচল করছে। তবে, বিধি মানছেনা কেউ।
শর্তসাপেক্ষে রাস্তায় নেমেছে সিরাজগঞ্জের গণপরিবহণ। তবে, যাত্রী সংখ্য খুবই কম দেখা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা ও ভাদুঘর বাসষ্ট্যান্ড থেকে বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে গেছে। কিছু কিছু বাসে বিধি মানা হলেও, বেশিরভাগেই পাশাপাশি দুজন করে যাত্রী নিতে দেখা গেছ।
সিলেটে যাত্রী সংখ্যা অনেক কম বলে জানায় শ্রমিক নেতারা। মাস্ক-স্যানিটাইজারসহ বিধি মেনে এক আসন ফাঁকা রেখে যাত্রীদের বসতে দেখা গেছে।
ময়মনসিংহে সীমিত পরিসরে বাস চলেছে। তবে, যাত্রী ছিল কম। বাসচালক ও যাত্রীদের বিধি মানার ক্ষেত্রে উদাসীন দেখা গেছে। জেলার মধ্যে বাস চালিয়ে পোষাবেনা বলে জানায় চালকরা।
যশোরে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। যাত্রী সংখ্যাও কম। এ অবস্থায় গাড়ি চালিয়ে ক্ষতির শিকার হবেন বলে জানায় চালক ও শ্রমিক নেতারা।
দিনাজপুরে ১৩টি উপজেলার বিভিন্ন রুটে গণপরিবহন চলাচল করছে। তবে, বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানছে না।