কোন বহিশত্রু আক্রমণ করলে তা প্রতিহত করতে অস্ত্র, প্রশিক্ষণসহ সব ধরনের প্রস্ততি থাকতে হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ শান্তি চায়। কিন্তু কোন বহিশত্রু আক্রমণ করলে তা প্রতিহত করতে অস্ত্র, প্রশিক্ষণসহ সব ধরনের প্রস্ততি থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বভৌমত্ব ও শান্তি রক্ষার্থে নিজেদের মেধা ও দেশপ্রেম নিয়ে চৌকশ বাহিনী হিসেবে কাজ করতে নৌ ও বিমান বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার সকালে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ প্রথম পর্ব ২০২১-এ যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকার প্রধান। এসময় তিনি আরো বলেন, সকল ক্ষেত্রে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাবে । তাই তিন বাহিনিকেও আন্তর্জাতিক মানের ও আধুনিক করে গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি বলেন, নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের বুকে দেশের সম্মান অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে।