কোনো কাজেই আসছে না পাবনার সুজানগর পৌর আধুনিক বাস টার্মিনাল
- আপডেট সময় : ০২:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
কোনো কাজেই আসছে না পাবনার সুজানগর পৌর আধুনিক বাস টার্মিনাল। তিন বছর আগে নির্মাণ করা বাস টার্মিনালটি এখন পৌরসভার ময়লা আবর্জনার ভাগার। বাস টার্মিনাল ভবনের ভেতরে প্রতিটি কক্ষ যেন পাবলিক টয়লেট। সরকারের কোটি টাকার সুফল না মেলায় ক্ষুব্ধ পৌরবাসী।
একপাশে মুজিব বাঁধের রাস্তা আরেক পাশেই সুজানগর পৌর বাজার। তার মাঝামাঝি স্থানে চরসুজানগর মাঠের মধ্যে নির্মাণ করা হয়েছে পৌর বাস টার্মিনাল।
কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা বাস টার্মিনাল কোনো উপকারেই আসছে না অভিযোগ পৌরবাসীর।এতে করে প্রধান এ সড়কে যানজট এখন নিত্যসঙ্গী। আর কক্ষের সামনে ময়লা আবর্জনার স্তুপ। পৌরসভার সকল বর্জ্য ফেলা হচ্ছে সেখানে।
কর্তৃপক্ষকে বারবার বলার পরও কোন পদক্ষেপের না নেয়ার অভিযোগ এ উপজেলা চেয়ারম্যানের।
বাস টার্মিনালটি চালুর লক্ষ্যে নানা পদক্ষেপের নেয়ার কথা জানান পৌর মেয়র।
পৌর বাস টার্মিনালটি দ্রুত চালুর দাবি স্থানীয়দের।