কোভিড-১৯ সংক্রমণের হার গোটা বিশ্বে বেড়েই চলেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
কোভিড-১৯ সংক্রমণের হার গোটা বিশ্বে বেড়েই চলেছে । মৃত্যু ১৫ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে । আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ছয় কোটির ও বেশি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এক সপ্তাহের গড় হিসাব দিয়ে বলা হচ্ছে, প্রতি নয় সেকেন্ডে একজন মানুষ করোনায় প্রাণ হারাচ্ছেন। বিগত সপ্তাহে প্রতিদিন গড়ে দশ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। প্রতি সপ্তাহে ধীরে ধীরে এই সংখ্যা বাড়ছে । বিশ্বের অনেক দেশ এখন করোনার দ্বিতীয় কিংবা তৃতীয় দফা সংক্রমণ ঠেকাতে ব্যস্ত। শীতের আগমনে প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় ভাইরাসটির প্রকোপ দেখা যাচ্ছে আরও বেশি। ফলে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বেশিরভাগ অঞ্চলের দেশ নতুন করে করোনা সংক্রান্ত বিধিনিষেধ দিচ্ছে।এদিকে ডিসেম্বরে কিছু উন্নত দেশে শুরু হতে যাচ্ছে করোনার টিকাদান কর্মসূচি।