কোরবানির পশু কেনাবেচা নিয়ে ব্যস্ত থাকলেও উল্টো চিত্র বগুড়ার বন্যার্ত এলাকায়
- আপডেট সময় : ০৫:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন এলাকার মানুষ কোরবানির পশু কেনাবেচা নিয়ে ব্যস্ত থাকলেও উল্টো চিত্র বগুড়ার বন্যার্ত এলাকায়। পানি কমলেও ঈদের আনন্দ নেই বিভিন্ন এলাকায়। নেই কোরবানির আয়োজন। বছরে একদিন যারা কোরবানির মাংস খাওয়ার সুযোগ পেতো তাও নেই এবার।
বগুড়ার বন্যার্ত এলাকায় সব স্বপ্ন ভাসছে পানিতে। সাজানো ঘর-বাড়ি, গোলার ধান আর ক্ষেতের ফসল হারিয়ে নিঃস্ব অনেকেই। ঘরে ঘরে শুধু হতাশা আর চরম কষ্ট। ভোগান্তিতে দিন পার করছেন বন্যা কবলিতরা। গ্রামের সামর্থ্যবানরা আগে কোরবানি করলেও এবার আয়োজন তেমন একটা নেই।
পানি নামলেও স্বাভাবিক কাজ-কর্ম শুরু হয়নি এখনো। দিন দিন কষ্ট বাড়ছেই।
ঈদের আনন্দ ধরে রাখতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২ লাখ চল্লিশ হাজার মানুষের জন্য ২৩৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানালেন সমাজসেবা কর্মকর্তা।
এবারের বন্যায় পূর্ব বগুড়ার তিন উপজেলার ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান বানভাসীরা।