কোরবানী ঈদের আগে হঠাৎ করেই গরম মসলার বাজার
- আপডেট সময় : ১১:৩২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
- / ১৭২৩ বার পড়া হয়েছে
কোরবানীর ঈদের আগে হঠাৎ করেই গরম হয়ে উঠেছে মসলার বাজার। বিক্রেতাদের দাবি- ডলারের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডলারের দাম একলাফে ৭ টাকা বাড়ানোর ঘোষণার পর পরই ব্যবসায়ী সিন্ডিকেট প্রতিদিনই বাড়াচ্ছে দাম। ঈদের আগে মশলার অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে হতাশ ভোক্তারা। এদিকে, মশলার বাজার নিয়ন্ত্রণে নেই কোনো প্রশাসনিক উদ্যোগ।
বাংলাদেশ ব্যাংক গত ৮ মে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার একলাফে ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করে। ঘোষণার পর থেকেই বাজারে বাড়ছে মসলার দাম। ৫২০ টাকা কেজির জিরা এখন ৭৫০ টাকার উপরে। কেজিতে প্রায় ৪শ’ টাকা বেড়ে কালো এলাচ বিক্রি হচ্ছে ২৮শ’ থেকে তিন হাজার টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে সাদা এলাচের দাম। প্রতি কেজিতে এক হাজার টাকা বেড়ে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে।
আবার রসুন ও আদা প্রতি কেজিতে বেড়েছে ৫০ থেকে ৮০ টাকা। ঈদের আগে আরো দাম বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। তবে এর পেছনে লোভী অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটকেই দুষছেন ক্রেতারা।
ডলারের দরের কারণেই মসলার দাম বাড়ছে বলে স্বীকার করলেন এই আমদানিকারক।
মসলার অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান ভোক্তারা।