কোরবানীকে সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই চক্রের সদস্যদের তৎপরতা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কোরবানীর পশুর বাজারকে সামনে রেখে রাজধানীতে ছিনতাই চক্রের সদস্যদের তৎপরতা বেড়েছে বলে জানিয়েছেন রেব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
নিয়ন্ত্রণে আনতে দেশীয় অস্ত্র ও মলমসহ ৪৪ জনকে গ্রেফতার করেছে রেব। দুপুরে রাজধানীর টিকাটুলি রেব ৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি। রাজধানীর পল্টন, মতিঝিল, শাহবাগ ও খিলগাঁও থেকে সংঘবদ্ধ মলমপার্টি ও ছিনতাই চক্রের হোতাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। কোরবানীর ঈদকে সামনে রেখে এসব প্রতারকরা বিভিন্ন পরিকল্পনা করছে বলেও জানান রেব-৩ এর অধিনায়ক।