কোয়াড নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কৌশলগত জোট ‘কোয়াড’-এ বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চীন আগ বাড়িয়ে মন্তব্য করেছে যা দুঃখজনক। কোয়াড নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। সোমবার ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের করা মন্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি আরো বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি ঠিক করবে- অন্য কেউ নয়। অন্যদিকে চলতি বছরের জুন-জুলাইয়ে বাণিজ্যিকভাবে চীন থেকে টিকা আসা শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরো জানান, বুধবারই আসবে উপহারের ৫ লাখ ডোজ।
২০০৭ সালে ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ চলাচল ‘অবাধ ও স্বাধীন‘ রাখার উপায় খোঁজার যুক্তি দেখিয়ে যাত্রা শুরু করে কোয়াড্রাইলেটারাল সিকিউরিটি ডায়ালগ.. কোয়াড। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের এই কৌশলগত জোটকে, বিরোধী জোট হিসেবেই মনে করে গণচীন। প্রায় এক দশক মৌন থাকার পর টোকিও বৈঠকের পর আবারো আলোচনায় আসে কোয়াড।
এমন বাস্তবতায় কোয়াড নিয়ে হুঁশিয়ারি দেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বনশিধর মিশ্রার কাছে ৫ হাজার ডোজ রেমডিসিভির ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। এ সময় চীনা রাষ্ট্রদূতের করা মন্তব্যের প্রতিক্রিয়া জানান পররাষ্ট্রমন্ত্রী।
পরে চীনা টিকার বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী।
শুরুতেই ৪ থেকে ৫ কোটি ডোজ টিকার চাহিদাপত্র দেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।