ক্যাবল টিভি ব্যবসাকে শিল্প হিসেবে ঘোষণার দাবি কোয়াবের

- আপডেট সময় : ০৫:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ক্যাবল টিভি ব্যবসাকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ– কোয়াব। পাশাপাশি ক্যাবল টেলিভিশন পরিচালনা আইন-২০০৬ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে তারা। দুপুরে রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, সরকারি পৃষ্ঠোপোষকতার অভাবে এ ব্যবসার অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।
১৯৯৩ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ক্যাবল টিভি ব্যবসা। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বেড়েছে ব্যবসার পরিধি। বর্তমানে এর সাথে জড়িত পাঁচ লাখ মানুষ। কোয়াব নেতাদের অভিযোগ, কলেবর বাড়লেও বাড়েনি এর অবকাঠামো ও কারিগরি বিষয়ে সরকারি পৃষ্ঠোপোষকতা। তাই বর্তমানে পেশিশক্তির কাছে ব্যবসা জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ করেন নেতারা। ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে অভিযোগ করনে, সংগঠনের সভাপতি আনোয়ার পারভেজ। তিনি বলেন, নেটওয়ার্ক আপগ্রেডেশনের নামে প্রতিনিয়তই নাজেহাল হতে হয় ক্যাবল অপারেটরদের। সেই সাথে কম সুদে ঋণ দাবিতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। পরে, এ খাত রক্ষায় সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বেইলি রোড এলাকায় মানবন্ধন করেন সারাদেশ থেকে আসা ক্যাবল অপারেটররা।