ক্যাসিনো কাণ্ডে এখন শুনশান নিরব ক্রীড়া সংগঠনগুলো
- আপডেট সময় : ১১:০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
ক্যাসিনো কাণ্ডে এখন শুনশান নিরব ক্রীড়া সংগঠনগুলো। ক্লাবগুলোতেও কোনো কার্যক্রম নেই। রাজধানীর ইয়াংমেন্স, ওয়ান্ডারাস এবং মোহামেডানসহ বিভিন্ন ক্লাবে কারো যাতায়াতও নেই। এই সুযোগে অফিস থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন কর্মকর্তারা, এমন অভিযোগ ক্লাবেরই কর্মচারীদের। ক্যাসিনো সংশ্লিষ্ট মাদক এবং অস্ত্রসহ অন্যসব মামলার তদন্ত এখনো চলছে। তবে ক্রীড়া ক্লাবগুলোতে এসব অনৈতিক কাজ বন্ধ হওয়ায় খুশি স্থানীয় মানুষ।
ইয়াংমেন্স ক্লাব ফকিরাপুল। প্রধান সড়ক থেকে বেশ খানিকটা ভেতরে। কয়েকদিন আগে অভিযানের কারণে এখনো এই ক্লাবের চিত্র অনেকেটাই অচেনা। নেই কোলাহল মানুষের ভিড়। তবে এই সুযোগ কাজে লাগাচ্ছে অনেকে।
ক্লাবগুলোতে কি হতো তা জানতো সবাই। কিন্তু ভয়ে মুখ খুলতে পারতো না। ওয়ান্ডারাস ক্লাব মোহামেডানসহ বেশ কিছু সংস্থার অফিসগুলোও একই চিত্র।
অভিযোগ আছে, পুলিশের নাকের ডগায় ক্যাসিনোর সঙ্গে নির্বিঘ্নে বিক্রি হতো মাদক। এসব ক্লাবের সঙ্গে জড়িত যুবলীগ নেতা খালেদ ভূইয়া, জিকে শামীম এবং ইসমাইল চৌধুরি সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মাদক বণ্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা চলছে।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর জানান, সব মামলা তদন্তাধীন আছে। আদালতে প্রতিবেদন পেশের পর চার্জশিট গঠন করা হবে।