ক্যাসিনো সম্রাটের জামিন বাড়লো ১৫ মে পর্যন্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ১৭০২ বার পড়া হয়েছে
অর্থ পাচার মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়িয়েছে আদালত।
সকালে আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন সম্রাটের পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকা-৬ বিশেষ আদালতের বিচারক মনির কামাল আবেদন মঞ্জুর করেন। সম্রাটের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর পৃথক আবেদন করেন। এ সময় সম্রাট আদালতে উপস্থিত ছিলেন। ২২ আগস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এরপর চিকিৎসার জন্য তাঁকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।