ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ফেনীর রাজনীতি
- আপডেট সময় : ০১:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ফেনীর রাজনীতি। বিভিন্ন ইস্যু নিয়ে ঘটছে হামলা মামলাসহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এতে মাঠ দখলে মরিয়া আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপির দাবী, হামলা মামলায় দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আসন্ন সংসদ নির্বাচনই তাদের একমাত্র ভরসা।
জেলায় জেলায় বাড়ছে রাজনৈতিক সহিংসতা। বিএনপির কর্মসূচিতে পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিরোধে সংঘর্ষ হয়েছে বেশ কয়েক জেলা ও উপজেলায়। পুলিশের হামলায় আহতের সংখ্যাও বেড়েই চলেছে।
অভ্যন্তরীণ কোন্দল ভুলে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নিতে আগ্রহী তৃণমূল নেতাকর্মীরা।তাদের লক্ষ্য, নির্দলীয় এবং নিরপেক্ষ নির্বাচনে।
এদিকে, ক্ষমতায় থাকার ধারাবাহিকতা বজায় রাখতে সুসংগঠিত তৃণমূল এবং দলের অঙ্গ সংগঠনকে সক্রিয় করা হয়েছে। ঘরোয়া বৈঠক, সভা-সমাবেশের সংখ্যা বাড়িয়েছে জেলা আওয়ামীলীগ।
অপরদিকে, দলের নেতাকর্মীদের অভিব্যক্তি জানতে মাঠে কাজ করছে জাতীয়পার্টি।
তবে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আছে আইনশৃংঙ্খলা বাহিনী।
সংঘাত কিংবা অস্থিরতা নয়, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চায় স্থানীয়রা।