ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে হেরেছেন পাইলট
- আপডেট সময় : ০৮:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে হেরে গেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম স্বপন চৌধুরী ৭-২ ভোটে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ক্যাটাগরি-১ এ ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নাইমুর রহমান দুর্জয় এবং তানভীর আহমেদ টিটু। ক্যাটাগরি-৩ এ নাজমুল আবেদিন ফাহিমকে ৩৭-৩ ভোটে হারিয়ে বিজয়ী খালেদ মাহমুদ সুজন। আর ক্যাটাগরি-২ ক্লাব থেকে নাজমুল হাসান পাপনসহ নির্বাচিত হয়েছেন ১২ পরিচালক। ভোটের ফলাফর সরকারিভাবে ঘোষণা হবে বৃহস্পতিবার। এর আগে, সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহন, যা শেষ হয় বিকাল ৫টায়। বিসিবির পরিচালনা পরিষদে থাকবেন ২৫ পরিচালক। দুজন আসছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। বাকি ২৩ পদে নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু ক্যাটাগরি-১ এ বিভাগ ও জেলা থেকে আগেই সাত কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।