ক্রিকেটারদের ধর্মঘটের ইস্যুতে হার্ড লাইনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
- আপডেট সময় : ০৭:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ক্রিকেটারদের ধর্মঘটের ইস্যুতে হার্ড লাইনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। এই ধর্মঘটকে পুর্ব পরিকল্পিত এবং ষড়যন্ত্রের অংশ হিসেবেই অভিহিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন ভারত সিরিজকে প্রশ্নবিদ্ধ করতেই একটি মহল ক্রিকেটারদের দিয়ে ষড়যন্ত্র করাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্নের এই ষড়যন্ত্রে কয়েকজন ক্রিকেটারের জড়িত বলে সন্দেহ বিসিবি সভাপতির। সংবাদ সম্মেলনে তিনি জানান, খুব শিগগিরি এই ধর্মঘটের মূল কারণ খুঁজে বের করা হবে।
টেস্টে পরবর্তী যুগে বাংলাদেশের ক্রিকেটে ক্রিকেটারদের এমন ধর্মঘট ডাকার ঘোষণা এটাই প্রথম। হঠাৎ করেই সোমবার সাকিব-তামিমদের নেতৃত্বে মিরপুর স্টেডিয়ামে সব ধরনের ক্রিকেট বিরত থাকার ঘোষণা দেন প্রায় শতাধিক ক্রিকেটার। নানা দাবিতে যেখানে উঠে আসে ১১ দফা।
উদ্ভুত পরিস্থিতিতে মঙ্গলবার বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকদের নিয়ে জরুরি সভায় বসেন সভাপতি নাজমুল হাসান পাপন। দু’ঘন্টার সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, ক্রিকেটারদের এমন ধর্মঘটকে কোনভাবেই মেনে নিতে পারছে না ক্রিকেট বোর্ড। তাদের দৃষ্টিতে ক্রিকেটারদের দাবী-দাওয়ার আড়ালে অন্য ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিসিবি।
দাবির ইস্যুতে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে যোগযোগ করা হয়েছে বলে জানান নাজমুল হাসান পাপন। কিন্ত তাদের সারা না পাওয়ার অভিযোগ করছেন বিসিবি সভাপতি। ভারত সিরিজকে সামনে রেখে কয়েকদিনের মধ্যেই জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। ক্রিকেটাররা না আসলেও সময়মতোই ক্যাম্প শুরু হবে–বলছেন নাজমুল হাসান পাপন
ধর্মঘটের ইস্যুতে এখনই কোন সিদ্ধান্তে যেতে রাজি নয় ক্রিকেট বোর্ড। সিদ্ধান্তের আগে এই ইস্যুতে কারা ইন্ধন দিচ্ছেন তাদের খুঁজে বের করার কথা বলছেন বিসিবি সভাপতি। ক্রিকেটার এবং বিসিবি’র পাল্টা পাল্টি সংবাদ সম্মেলনে মূলত দেশের ক্রিকেটই এখন স্থবির হয়ে পড়েছে। শংকা দেখা দিয়েছে আসন্ন ভারত সফর নিয়েও। খুব দ্রুতই এই অস্থিরতার সমধান চান দেশের কোটি ক্রিকেট ভক্ত।