ক্রেতা-দর্শনার্থীর পদচারণায় জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা
- আপডেট সময় : ০৯:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
শেষার্ধে এসে ক্রেতা-দর্শনার্থীর পদচারণায় জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। বাড়ছে বেচাকেনাও। ক্রেতারা জানান, দাম নিয়ে এ বছর তাদের তেমন কোন অভিযোগ নেই। আর ক্রেতা আকৃষ্ট করতে নানা কৌশল অবলম্বন করছেন বিক্রেতারা। রয়েছে মূল্য ছাড়সহ নানা অফার। মেলায় সবচেয়ে বেশি চাহিদা গৃহস্থালী পণ্যের।
ক্রেতা-দর্শনার্থীর এমন যাত্রাই বলে দেয় পুরোদমে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতিটি স্টলে দীর্ঘ সারি। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে বিশালতাও। দুপুর গড়ালেই ক্রেতা-দর্শনার্থীর ভিড় লেগে যায় পুরো মেলা প্রাঙ্গণে। ছাড়ের অফারে আরো মুখরিত হয়ে উঠেছে মেলা। এবারের মেলায় ইলক্ট্রেনিক এবং গৃহস্থালী পণ্যের স্টলেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বেশি।
ক্রেতা সমাগম বাড়ায় খুশি বিক্রেতারাও। তাদের মতে, ছুটির দিনগুলোতে দর্শনার্থী বেশি থাকলেও কেনাকাটা, ঘোরাফেরা ও পণ্য পছন্দের জন্য অন্য দিনগুলোতেই সুবিধা বেশি।
ঝুট-ঝামেলা ছাড়া কেনাকাটার পাশাপাশি এখন নানা ছাড় আর লোভনীয় সব অফার পেয়ে খুশি ক্রেতারাও।
শেষ সপ্তায় বাণিজ্য মেলা আরো জমজমাট হবার আশায় আছেন ব্যবসায়ীরা।